সোমবার, ১০ নভেম্বর, ২০০৮

একে দেওয়া উঠোন


সে আমাকে ভালোবাসে ভীষন
তার চোখ আটকে আছে আমার চোখে
তাই দেখা হয়না আমার আর
বিশাল সাদা মেঘের আকাশ এ জীবনে।
সে জড়িয়ে রাখে কোম´ল যত্নে
নতুন ঘাসের শিশির
মাখা হয়না আর তপ্ত পায়ে।
আজিবন আমি তার ভালোবাসা
পাশে উড়া পাখিকে দেখে
হাত নাড়ার দরকার নেই তাই আর।
আমি নাকি তার নিয়তি
সব ছেড়ে তাই,
তার পৃথিবীতে আমার বাস।
এভাবে হারিয়ে ফেলি দিনে দিনে
আমার চেনা নদী- সাগর।
সবুজ পাখিটা স্থির হয়ে গেছে
উড়েনা আর,
ভাংঙা পাখা।
অবলিলায় তার ভালোবাসা ধ্বংস করে
আমার নিজস্ব পৃথিবী।
দুঃখ সব নিয়ে গেলাম বলে
আকাশটাও বৃষ্টি করে
বুকের উপড় ফেলে।
আর সে বলে যায়,
সে নাকি আমাকে ভালোবাসে।

কোন মন্তব্য নেই: