
অহেতুক কালক্ষেপণ
বলেছি তো ভালোবাসবোনা।
ওরকম প্রেমিক সাজায় মানায় যদিও
সন্নাসেই মরি প্রতি পূর্ণিমা।
বরং মটর ছড়াও কিছু
পাশের শহরে,
শতেক ভঙ্গিমার পাবে কিছু রঙ্গিলা।
আমার এ উঠোনে
কেবল চাঁদের আনাগোনা
সাফ-সুতরে লেপে এ স্বর্গ আমার
করোনা কলূষিত
কোনো নাটুকে আধার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন