সোমবার, ১০ নভেম্বর, ২০০৮

জট খুলে জটাঞ্জলী


এক কপাট স্বাধীনতা
রুম ঝুম বেজে উঠে অষ্টাদশীর বুক
কুঁচকে যায় বয়সের ভ্রু।
দক্ষীণের জানলায় দূরে দেখে লক্ষ্য
জীবন হাওয়াই মিঠাই হয়ে আসে
কঙ্কন হাতে,
ভোরে তার আনাগোনা
একটা দিন হয় এক জীবনের একক।

ঘুরে ঘুরে আনমনে পিছু নেয়
ছলনার বাউলেরl,
ফেরারি হয়ে যায় সে
পৃথিবীর মায়াতে
থেকেও না থেকে।

কোন মন্তব্য নেই: