সোমবার, ১০ নভেম্বর, ২০০৮

নারী ও সময়।


সকাল হলো,
আলো পড়লো চোখে।
পাখি গাইলো
বাতাস হাসলো সুখে।

তুমি ডাকলে--
এলাম চলে ছুটে।
তারপর,
শুরু হলো উৎসব ন গরে ন গরে
পৃথিবীর প্রানকেন্দ্রে।
প্রকৃতি বরন করলো আমাদের দুহাত বাড়িয়ে।

এরপর,
সন্ধ্যা বাজলো
সময় হলো ফিরে যাওয়ার।
নাট্য মন্চের কালো পর্দায় যবানিকা টেনে

বললাম--
"চললাম"।
গভীর অন্ধকারে নিমজ্জিত মন
হাতের মুঠোয় করে
পা বাড়ালাম পূবের পথে।

মনে রেখো,"
কিছুই যায়না চলে,
সবই আসে ফিরে ফিরে।
শুধু একবার নারী চলে গেলে


ফিরেনা আর।"

কোন মন্তব্য নেই: