সোমবার, ১০ নভেম্বর, ২০০৮

ভয় খা বিধু রে!



আমিও প্রভাত রাঙাই
ইচ্ছের রং মেখে
বিরহের আহ্নিকে
খেয়ালী টিয়ার পিছু
মন উড়ে যাওয়া শিখে।
"যাস কই অভাগী",
পিছু ডাকে কালো কাল
এই তবে লিখা ছিলো
এই তোর দেখ-ভাল?
ভয় খা, বিধু রে
ভয় খা সৃষ্টির
বিষ ধোঁয়া উড়ে নামে
নাম দিলি বৃষ্টির?
তোর পানে জিগ্ঙাসু
কেন মোরে আনলি
ভোর থেকে চাঁদ জাগা
মাটি পানে টানলি।
ভয় খা, বিধু
ভয় খা সৃষ্টির
কেপে যাবি সেই দিন
নিজ নিজ দৃষ্টির।

কোন মন্তব্য নেই: