সোমবার, ১০ নভেম্বর, ২০০৮

দাও শুভ্র মুক্তি



আমাকে দাও শুভ্র মুক্তি
জীবনের পাশে পাশে চলি
অল্প অল্প সুখে।

দাও এক টুকরো হাসি
বন্ধুত্বের,
অস হ্য আনন্দ বা ক্লান্তিতে
একটু বুকে মাথা রাখি।

দেখো কি বলে এ চোখ,
বন্যা দেখনি একবারও
তোমার দুঃখ সারাতে?
কাতরতা কোনো
তুমি ছেড়ে চলে যাওয়াতে?
ঝাপটে পড়তে দাও
খুশির ঢলে সাফলে বা পাওয়ার আনন্দে
তোমার বাহুতে , বুকে।

আমাকে ছেড়ে দাও
বার বার ফিরে আসতে।

সাথে নাও
এক পূর্ন সৃষ্টির মর্যাদাতে।

তারপর দেখো,
তোমার জন্য সুখের একশ পৃথিবী
ধারন করে আছি , এ বুকে।

কোন মন্তব্য নেই: