সোমবার, ১০ নভেম্বর, ২০০৮

খাবলে নিবো চাঁদ


রক্তে ঢেউ উঠে পূর্নিমা দেখে
সুজিবনের আশায় জীবন যাপন
এখন ঘুট ঘুটে অন্ধকারে
প্রচন্ড গরমের মতো।
দম বন্ধ করে, অপলক অপেক্ষা
এক টুকরো ঠান্ডা হাওয়ার শব্দ।
রাত ভোরের পালাক্রমে আবার পূর্ণিমা
রক্তে ঠেউ তুলে অবাধ্য।
চাঁদটাকে খাবলে নিয়ে
কাচের কেীটায়
আটকে রাখি ইচ্ছে হয়।
হোচট আর ফাদে পরার সময়গুলো
নিরাময় আনি তুলো তুলো আলোতে।
তোমাদেরও কারো লাগলে বলো।
প্রতি পূর্নিমাতে রক্তে উঠে ঢেউ ভীষন।
আলো ভরা স্বার্থবাদি ঐচাঁদটাকে খাবলে নিতে।

কোন মন্তব্য নেই: