সোমবার, ১০ নভেম্বর, ২০০৮

২ টুকরো

সরাসরি অগ্নিকক্ষে গন্তব্য
ঝরনার ঘ্রাণে হবে
সংযম সাধন।
তীব্র উষ্ন বাতাসে
আকড়ে রবে সম্ভ্রম।
এভাবে প্রতি পরিক্ষায় পুড়ে
হবে তুমি
পৃথিবীর আকাংখিতা।

অথবা,
মনের হাত ধরে
পূর্ব-পশ্চিম
বাড়াও পা তোমার গভীরতায়।
আরো গভীর, আরো বিস্তৃর্ন হোক
তোমার পৃথিবী।
কথার কালিমায়
ভরে যাবে পথ,
কেউ চাইবেনা হয়তো কাছের করে।
ভালোদের মত ভালো নও যে তুমি।
তবুও বেঁচে থেকে মরবেনা একবারও।

এবার বেছে নাও
বন্ধু,
যে কোনো পথ।

কোন মন্তব্য নেই: