সোমবার, ১০ নভেম্বর, ২০০৮

একবার, হে জীবন!



নির্জিব চেতনার পচে যাওয়া স্মৃতি তোমাকে
এক এক করে ত্যাগ করবো আজ
জীবনের কোনে যত আছে ভাজে ভাজ।
সাফরে সুতরে, ধুয়ে মুছে
কন কনে শীতে ফুলদাস্নান
এরপরে যদি ভাঙে,
হে জীবন, তোমার অভিমান।
জাপটে ধরে নিঃস্বাশর আনাগোনা
আর কতো?
দিলাম ছেড়ে এ দে হ ও জীবন,
দেখা দাও এবেলা
একবারের মতন।
চোখ ভরে দেখে নেই তুমি,
সৃস্টি অনিবার,
কেনইবা তারা বলে তুমি সুন্দরপ্র
ভুর স্রেসঠ উপ হার!

কোন মন্তব্য নেই: