সোমবার, ১০ নভেম্বর, ২০০৮

হাতে খড়ি!

এই বিদায়ের পর
আমরা ক্লান্ত হয়ে যাবো।
বিশ্রামে বসবো তখন।
আমাদের ব্যগ-পত্র সামনে রেখে খুলে বসবো
উড়ে বেড়াবে আমাদের সমস্ত স্মৃতি এখান থেকে
শুধু পরে রবে শেষ সন্ঙিত
বিদায়ের শেষ সুর।

একটা ক্ষীন আশা আমদের ডেকে তুলবে
জমাট দূঃখ হতে,
ভালোবাসা প্রত্যাক্ষান করবে এই বিচ্ছিন্নতার,
এখান থেকেই আমরা শুনবো
আমাদের কান্না আর চাওয়া গুলোর আর্তনাদ।

কিন্তু আমরা,
আমাদের এই বিচ্ছিন্নতাকে ব হাল রাখবো
আমরা চলতে থাকবো,
জানিনা যদিও, কোথায়!
আমরা গান গাইতে থাকবো,
আর এমনি আবার হঠাৎ নীরব হয়ে যাবো।

বাতাসে উড়ে বেড়াবে
আমাদের যাবতীয় কথা।
তীব্র ভাবে ঠেকে উঠবে ভালোবাসা।
আবার আমাদেরকে নীরবতা আচ্ছন্ন করবে।

তা সত্বেও আমরা বেঁচে থাকবো।

এই জীবন!
এর মাঝে আছে সব!
আমরা বেঁচে আছি বলে জীবন আছে।
আবার ভোর হবে।
হতেই থাকবে।

তাই,
হে প্রিয়, নিশ্চিত জেনো,
আমাদের দেখা হবে,
তুমি আমি একই বাঁকে
একদিন হবেই দেখা।

কোন মন্তব্য নেই: